হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধা ৩৩ কেবি ক্রসিং টাওয়ার নির্মান কজের উদ্বোধন

হাতীবান্ধা ৩৩ কেবি ক্রসিং টাওয়ার নির্মান কজের উদ্বোধন

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হতীবান্ধায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা রিডার ক্রসিং টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন,রংপুর জোন-এর আওতায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনে তিস্তা রিডার ক্রসিং টাওয়ার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, লালমনিরহাট-১ আসনের সংসদ মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ,
সাংগাঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক শ্যামল সহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎ সমস্যা দীর্ঘ দিনের। বিভিন্ন সময় নিরবিছিন্ন বিদ্যুৎ এর দাবিতে আন্দলন হলেও কাজের কাজ কিছুই হয়নি। সামান্য বৃষ্টি কিংবা বিনা কারনে ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ বিহীন থাকতে হয় এই উপজেলার মানুষকে। উক্ত নতুন বৈদ্যুতিক লাইনটি কাজ শেষ হলে যাতে নিরবিছিন্ন বিদ্যুৎ পায় এমনি প্রত্যাশা উপজেলা বাসীর।

Loading

error: Content is protected !!