হোম » অপরাধ-দুর্নীতি » প্রেমিকার কাছে বদনামের জেরে হত্যা, ২ যুবকের মৃত্যুদণ্ড

প্রেমিকার কাছে বদনামের জেরে হত্যা, ২ যুবকের মৃত্যুদণ্ড

আওয়াজ অনলাইন : কুমিল্লা চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা সিএনজি চালক রাসেল (১৮)কে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের অলি ও গিয়াস উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।

২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে।

মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় রাসেলের স্বজনরা চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার অলি ও গিয়াস উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

error: Content is protected !!