হোম » সারাদেশ » নওগাঁয় জাতীয় প্রবাসী দিবস পালিত

নওগাঁয় জাতীয় প্রবাসী দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপ্রাদ্যে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে প্রতিষ্ঠান চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ। শোভাযাত্রায় টিটিসির কর্মকর্তা-কর্সমচারীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে টিটিসির সভাকক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ টিটিসি’র অধ্যক্ষ ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম জাকির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার আলীম উল্লাহ খান, ওয়েল ফেয়ার সেন্টার এর কাউন্সিলর মতিউর রহমান বক্তব্য রাখেন। পরে ওয়েল ফেয়ার সেন্টার এর উদ্যোগে প্রবাসী সন্তনদের দুইজনের প্রত্যেককে ২৭ হাজার ৫০০ টাকা করে চেক প্রদান করা হয়।

Loading

error: Content is protected !!