হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ৬ প্রার্থীর প্রতিক বরাদ্ধ

সরিষাবাড়ীতে ৬ প্রার্থীর প্রতিক বরাদ্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ র্দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতিক বরাদ্ধ দেয়া হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে নৌকা প্রতিকের প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, স্বতন্ত্র প্রার্থী তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মোঃ আবদুর রশীদকে ট্রাক, আরেক স্বতন্ত্রপ্রার্থী সাবেক মন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিকে ঈগল, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদকে লাঙ্গল, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন সোনালী আাঁশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহকে মশাল প্রতিক পেয়েছেন।

জাকের পার্টির এসএম রবিউল ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ ছাড়াও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী তারিখ মাহদী’র মনোনয়ন পত্রে ভুল তথ্য থাকায় বাতিল হয়ে যায়।

উল্লেখ‌্য, সংসদ নির্বাচনে সরিষাবাড়ীতে ৮৯ টি কেন্দ্রে মোট ২৮৯২৬১ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে। নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

Loading

error: Content is protected !!