হোম » সারাদেশ » মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার ( ২২ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী বাধঘাট হাওলাদার বাড়ী এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রথমে পাশের ঘরের সালাম আকনের স্ত্রী আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে সজাগ হয়ে জানালা খুলে দেখে, দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি তখন তাদের ঘরের লোকজনকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ডাক-চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঘর মালিক শফিকুল ইসলাম বলেন, আগুনে ঘরে থাকা একটি বাজাজ ১০০ সিটি মোটরসাইকেলসহ দামি সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নাই। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা।

Loading

error: Content is protected !!