হোম » সারাদেশ » হাতীবান্ধায় বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতীবান্ধায় বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র ভবনের উদ্বোধন ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন, গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক এলিজা বেগম, গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীগণসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!