হোম » সারাদেশ » জামালপুরের মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাঁধা হুমকি ধামকির অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাঁধা হুমকি ধামকির অভিযোগ

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা তার নির্বাচনী প্রচার সভা-সমাবেশে বাঁধা প্রদান এবং কর্মীদের মারধর করছে।
শুক্রবার সকালে মেলান্দহের চরপলিশা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ আরো অভিযোগ করেন, নির্বাচনের দিন কোন কেন্দ্রে তাকে এজেন্ট দিতে দেওয়া হবে না বলেও সভা করে ঘোষণা দিয়েছেন প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
এ ছাড়াও তার নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা ও হুমকি দিয়ে আসছে। বহিরাগত ক্যাডারদের আনাগোনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। আগামী ২৯ মে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Loading

error: Content is protected !!