হোম » সারাদেশ » বঙ্গবন্ধু কলেজে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধু কলেজে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের গাছায় অবস্থিত বঙ্গবন্ধু কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের ম্যুরাল, আলহাজ্ব জাহিদ আহ্সান রাসেল একাডেমিক ভবন, প্রধান তোরণ, মুক্তমঞ্চ, শহীদ মিনারের শুভ উদ্বোধন করা সহ নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কলেজের নির্বাহী কমিটি এর সভাপতি অধ্যক্ষ মো: মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওইসব স্থাপনাগুলো শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহ্সান রাসেল (এম.পি)।

এতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সিরাজুল ইসলাম এম.এ, আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহ, এস.এম শামীম আহমেদ, হাজী আদম আলী, হাজী আব্দুর রশিদ, কাউন্সিলর জুয়েল মন্ডল সহ প্রমূখ।

এ সময় বঙ্গবন্ধু কলেজকে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথি জাহিদ আহ্সান রাসেল বলেন, দেশবাসীকে সেবা করার লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর ওইসব স্থাপনা গুলো উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!