হোম » সারাদেশ » বগুড়ায় দুই হাজার ৭শত ৬৫ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

বগুড়ায় দুই হাজার ৭শত ৬৫ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

রায়হানুল ইসলাম বগুড়া সদর প্রতিনিধি: ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি, রংপুর জেলার পীরগঞ্জ থানার শ্রীরামপুর পশ্চিমপাড়া এলাকার গোলজার রহমানের ছেলে মোঃ রাশেদুজ্জামান  গোলাপ (৩২)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে মোঃ রাশেদুজ্জামান  গোলাপের কাছ থেকে দুই হাজার সাতশত পয়ষট্টি পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘রাশেদুজ্জামান  গোলাপকে দুই হাজার সাতশত পয়ষট্টি পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
#R

Loading

error: Content is protected !!