হোম » সারাদেশ » পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধন

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধন

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার এক নং ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ  চত্বরে এ কার্যক্রমের  উদ্বোধন হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে আব্দুল জব্বার, মোবারক আলী, শান্তি রায়,কাজিমুল ইসলাম, মফিজ উদ্দিন বাচ্চা, দবিরুল ইসলাম, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক অধ্যাপক সবুর আলম, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল হাসান , বন ও পরিবেশ সম্পাদক ইউপি সদস্য কেরামত আলী ( আমীন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুউদুল হক মাসুদ ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক যতীশ চন্দ্র রায় সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদস্যদের হাতে বাংলাদেশ আওয়ামী লীগের নবায়নের রশিদ তুলে দেন অতিথিবৃন্দ।

Loading

error: Content is protected !!