হোম » সারাদেশ » কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নাদিম (১৭) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া কোনাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।আহত কিশোর নাদিম একই এলাকার কাজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ মে) বিকেলে শাকিল ও নাদিম একসঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় তাদের মোটরসাইকেলটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের রাস্তার খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।এসময় নাদিম গুরুতর আহত হলে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

Loading

error: Content is protected !!