হোম » সারাদেশ » রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ছাগল নাদি ফল

রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ছাগল নাদি ফল

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে সুস্বাদু ছাগল নাদি ফল।

জানা যায়, এই ফল টিকে দেখতে এক রকম ছাগলের গোবরের মতোই। যার কারনে এক সসয়কার মুরব্বীগণ এই ফলের নাম রাখেন ছাগল নাদি ফল।

সেই থেকে ছোট-বড় সবাই ছাগল নাদি ফল নামেই পরিচিত। কিন্তু বর্তমানে নানা কারণে প্রকৃতির মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় সুস্বাদু ফল ছাগল নাদি।

এক সময় আমাদের দেশে বসত বাড়ির আঙ্গিনায় ও ঝোপ জঙ্গলে দেখা যেতো এই ছাগল নাদি ফলের গাছ। বর্তমানে ইউক্যালেপ্টার গাছের কাছে যেনো প্রায় বিলুপ্তির পথে। আগে বিভিন্ন রাস্তায়, মহাসড়কে, বাড়ির আঙ্গিনায়, পুকুর পাড়ে দেখা মিলতো এই ফলের গাছ। আর এই গাছের পাতায় পাতায় থোঁকায় থোঁকায় ঝুলে থাকতে দেখা যেতো লাল-কালো রঙ্গের ছাগল নাদি ফল।

দেশীয় প্রজাতির ছাগল নাদি ফলের মতো বিভিন্ন দেশীয় ফল গাছগুলোকে আমাদের নিজেদের প্রয়োজনেই রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন উপজেলার অধিকাংশ সচেতন মানুষ।

error: Content is protected !!