আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৬০ জন বীর মুক্তিযোদ্ধাকে একটি করে দেওয়াল ঘড়ি ও লাল গোলাপ ফুল উপহার দেয়া হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার দুপুরে পাবলিক ক্লাব মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এ উপহার প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মেহের এলাহী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, সাবেক সহকারি কমান্ডার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা