আওয়াজ অনলাইন: আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল আটটা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে ৩০ সেকেন্ড পরেই আগারগাঁও স্টেশনে চলে যায়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীনভাবে চলার পর এবার পল্লবীতে থামলো মেট্রোরেল। স্টেশনটিতে যাত্রা বিরতি দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করলো মেট্রোরেল।
টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধের বিষয়ে মেট্রোরেলের পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (পরিচলন) ইফতেখার হোসাইন বলেন, ‘মেশিনগুলো নতুন। ব্যবহারকারীরা পুরনো টাকা দেওয়ায় মেশিন অকার্যকর হয়ে পড়ছে। এগুলো ঠিক হয়ে যাবে।
মেট্টোরেলের সুবিধা রাজধানীবাসী এখনো খুব একটা পাচ্ছে না। মেট্ট্রোরেলের কাজ সম্পন্ন হলে তখন ঢাকাবাসী এর সুবিধা পাবে নিশ্চয়।
দিয়াবাড়ি থেকে মতিঝিল রেল চলাচল করলে ঢাকাবাসী এর পূর্ণ সুবিধা পাবে। সরকারের কোষাগারেও যোগ হবে বিপুল অংকের টাকা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দু বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে তাদের। তবে সময় এর বেশি বা কমও লাগতে পারে।
আরও পড়ুন
“আজ যুবধারার কেন্দ্রীয় সভাপতির জন্মবার্ষিকী”
লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত