হোম » সারাদেশ » সিরাজগন্ঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগন্ঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

হুমায়ুন কবির সুমন: সিরাজগন্ঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আজ রবিবার (৮ জানুয়ারী) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বর ঘাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতের নাম মোঃ সোহবান (৪০)। তিনি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ওয়াজ শুনতে যাওয়ার সময় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।

ওসি শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবাহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উপজেলার পাইকপাড়া এলাকায় পৌছেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় তিনি ঘটনাস্থলে মারা যান।

পরে পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছে।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Loading

error: Content is protected !!