হোম » সারাদেশ » প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা, বখাটের ফাঁসি

প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা, বখাটের ফাঁসি

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখন করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুল ছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক বখাটের মৃত্যুদন্ড- দিয়েছে আদালত। এই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা  পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। পূজা সরকারকে বিরক্ত করতো। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়ে গত ৩ মে ২০২১ সালে পুজা সরকার বাড়িতে রান্না করছিলো। সঞ্জয় পূর্ব পরিকল্পনা মতোবেক ধারালো ছুরি নিয়ে পুজার বাড়িতে প্রবেশ করে এলোপাথারীভাবে পূজা সরকারের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে পূজা সরকারের মৃত্যু নিশ্চিত করে ধারালো ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয় সরকার।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করে। । সঞ্জয় চন্দ্র সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী
দেন। সাক্ষ্য গ্রহনে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শোনানী শেষে আদালত আজ এই রায় প্রধান করেন। এ্যাডঃ প্রবীর কুমার চন্দ (কার্তিক) আসামী পক্ষের আইনজীবি ছিলেন।

Loading

error: Content is protected !!