হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ৬০০ পিস ইয়াবা সহ একজন আটক

বগুড়ার শেরপুরে ৬০০ পিস ইয়াবা সহ একজন আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকার জামে মসজিদের সামনে ৯ আগস্ট মঙ্গলবার সকালে ৬০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ মুন্না (৩৪) কে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আব্দুল সরকারের ছেলে মোহাম্মাদ মুন্না মরণ নেশা ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য শেরপুরে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর নির্দেশনায় শেরপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকার জামে মসজিদের সামনে ৯ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে ৬শ পিস ইয়াবা সহ মোহাম্মদ মুন্না (৩৪) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, আসামীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

error: Content is protected !!