হোম » সারাদেশ » ভৈরবে সিগন্যাল দিতে গিয়ে নিজেই বাস চাপায় নিহত হেলপার

ভৈরবে সিগন্যাল দিতে গিয়ে নিজেই বাস চাপায় নিহত হেলপার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সিগন্যাল দিতে গিয়ে দুই বাসে চাপায় পড়ে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু ঘটে । আজ৯ আগস্ট  মঙ্গলবার সকালে ভৈরব পৌর বাস টার্মিনালের ভেতরে এই ঘটনা ঘটেছে।  নিহতের নাম তায়েব (২৩) মিয়া।
তায়েব নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়ার ছেলে বলে জানা যায়। নিহত তায়ের মিয়া দীর্ঘ দিন ধরে পৌর শহরের ভৈরবপুর আলীম সরকার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আস ছিলেন। প্রদক্ষদর্শী ও পুলিশ জানায়, টার্মিনালের ভেতরে আরকান পরিবহনের একটি বাসকে পেছনে আসতে সিগন্যাল দেন চলন বিল হেলপার তায়েব মিয়া।
এর পেছনে দাঁড়িয়ে ছিল আরও একটি বাস। ফলে আরকান পরিবহনের বাস পেছনে যাবার সময় পরিমাণের চেয়ে একটু বেশি পেছানোর কারণে দুই বাসের চাপায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত লাগে। ফলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে  মৃত বলে ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।

Loading

error: Content is protected !!