হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ঘর থেকে নারীর গলিত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে ঘর থেকে নারীর গলিত লাশ উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের বিরইল গ্রামে নিজ ঘর থেকে মোছা. রাশেদা বেগম (৪৫) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ই জুন) বেলা ১০টার দিকে নিহতের বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানা হয়েছে।

নিহত রাশেদা বেগম ওই গ্রামেরই মৃত শাহজাহান আলীর স্ত্রী। তিনি একই ওই ঘরে বাস করতেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, তার ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Loading

error: Content is protected !!