হোম » সারাদেশ » প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি বগুড়া সুখানপুকুর ইউপির পিরিঙ্গিনী বালা !!

প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি বগুড়া সুখানপুকুর ইউপির পিরিঙ্গিনী বালা !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নির্বাচনে ৯০ বছর বয়সী শ্রীমতি পিরিঙ্গিনী বালা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন। বুধবার (১৫ই জুন) সুখানপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডঙর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর হাত ধরে ভোট দিতে আসেন তিনি।
প্রবীণ এ বৃদ্ধা পিরিঙ্গিনী ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘মেশিনেত প্রথমবার ভোট দিনু। কম সময় এ ভোট দিয়ে খুবই ভালো লাগলো। এডায় হতো আমার শেষ ভোট।’ গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউপিতে প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (১৫ জুন)। এ ইউনিয়নের ১২ কেন্দ্রে ভোট দিচ্ছেন ২০ হাজার ২২৯ ভোটার। পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩, সাধারণ সদস্য ৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল হকের মৃত্যুতে ওয়ার্ডটি শূন্য হয়। এই ওয়ার্ডে একটি কেন্দ্রে ৮টি বুথে ২ হাজার ১৫৪ জন ভোটার রয়েছেন।।

Loading

error: Content is protected !!