হোম » সারাদেশ » চাটখিলে শিক্ষক হেনস্তার প্রতিবাদে শিক্ষা ক্যাডার অফিসার শিক্ষকদের মানববন্ধন

চাটখিলে শিক্ষক হেনস্তার প্রতিবাদে শিক্ষা ক্যাডার অফিসার শিক্ষকদের মানববন্ধন

চাটখিল প্রতিনিধিঃ পঞ্চাশ জন ক্যাডার অফিসার শিক্ষককে কলেজের ভেতরে আটকে রেখে অশ্লীল গালাগাল, মৃত্যুর হুমকি এবং একজন প্রফেসরকে মারধরের করেন শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীরা, ওছাত্রলীগের ১২ টি হত্যা মামলার আসামি।  ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ এর গফরগাঁও সরকারি কলেজে।
কর্ম স্থল নিরাপদ ও শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ  হিসেবে সারা দেশের সকল সরকারি কলেজে ১২ জুন ২০২২ তারিখ সকাল ১১-১২ টায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ। মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে নোয়াখালী জেলার চাটখিল পাচগাও মাহবুব সরকারি কলেজ এর বিসিএস ক্যাডারের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কলেজ ইউনিট এর সম্পাদক জনাব মনজুর আহমেদ ভূইয়া (সহযোগী অধ্যাপক), কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী (সহকারী অধ্যাপক), বাংলা বিভাগের প্রভাষক আফসার উদ্দিন  জুয়েল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জাবেদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাখাওয়াত হোসাইন সহ কলেজের সকল ক্যাডার কর্মকর্তাবৃন্দ।

Loading

error: Content is protected !!