হোম » সারাদেশ » যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ৩৮ আসামী কারাগারে

যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ৩৮ আসামী কারাগারে

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৩৮জন পলাতক আসামী আত্মসমর্পণ করেছেন।
বুধবার (১১ মে) বিকেলে জ্যেষ্ঠ বিচারিক আমলি আদালত-৩ এর বিচারক জয়নাল আবেদীন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুয়েল হত্যা মামলায় পলাতক ৩৮ আসামী আত্মসমর্পণ করতে আদালতে আসেন। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, জুয়েল হত্যা, পুলিশের উপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলা মামলায় এজাহারভুক্ত ৩৮জন আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তারা বেশ কিছু দিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বুধবার (১১ মে) সকালে তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে এলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামী পক্ষের আইনজীবী ফিরোজ হায়দার লাভলু বলেন, এজাহারভুক্ত আসামী মোঃ রুমেল মিয়াকে আটকের পর ৩৭জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। জামিন পেতে জেলা জজ আদালতে আমরা আপিল করবো। এর মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৫০জনকে গ্রেফতার করেছে। এছাড়া স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন আরও ১২জন। তাদের মধ্যে জামিনে রয়েছেন অনেকেই।
উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
error: Content is protected !!