হোম » সারাদেশ » সভাপতি মঞ্জু : সম্পাদক ইমরান ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন 

সভাপতি মঞ্জু : সম্পাদক ইমরান ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। গত রোববার রাতে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু ও এ্যাড. ইমরান হোসেন চৌধুরীর আ’লীগের প্যানেলের ১২টির মধ্যে ১১টি বিজয়ী হন। অপরদিকে বিএনপি প্যানেলের ১ জন প্রার্থী বিজয়ী হয়।
আ’লীগের প্যানেলে সভাপতি পদে এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি এ্যাড. ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক পদে এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড. আবু আলা মো: হালিমুজ্জামান হেলালী, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. শাহজাহান কবির, কমনরুম ও কালচারাল সম্পাদক পদে এ্যাড. মো: আতিকুর রহমান সোহাগ, সদস্য পদে এ্যাড. মো: ইদ্রিস, এ্যাড. মো: আসাদুজ্জামান, এ্যাড. মো: আবুল কালাম আজাদ, এ্যাড. জয়ন্ত রায় নির্বাচিত হন।
অপরদিকে বিএনপির প্যানেলের অর্থ সম্পাদক পদে এ্যাড. মো: নুরুল ইসলাম নির্বাচিত হন। ২২০ জন সদস্যের মধ্যে ২০৮ জন সদস্য ভোট প্রদান করেন। ৩টি ভোট বাতিল হয়। নব নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

Loading

error: Content is protected !!