হোম » সারাদেশ » লালমনিরহাটে রত্নাই নদীর ঘাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গঙ্গা পূজা

লালমনিরহাটে রত্নাই নদীর ঘাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গঙ্গা পূজা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারও লালমনিরহাটে রত্নাই নদীর ঘাটে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা পূজা। শনিবার (৯ এপ্রিল) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের রত্নাই নদীর সাবরীখানা ঘাটে এ পূজা অনুষ্ঠিত হয়।
এ পূজা মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা করে থাকেন। গঙ্গাদেবী হলেন জলের দেবতা। জল মানে বৃষ্টি। চাষে বৃষ্টির জন্য তাকিয়ে থাকতে হতো আকাশ পানে। যে বছর বৃষ্টি হতো না বা কম বৃষ্টি হতো, সে বছর মানুষদের বেঁচে থাকা ছিলো কষ্টকর। খাদ্যের সন্ধ্যানে ছুটতে হতো। তাদের ধারণা ছিলো, জলের দেবী গঙ্গা মানুষের ওপর ক্রুব্ধ হলে বৃষ্টি হয় না। তাই জলের দেবীকে তুষ্ট করতেই বৃষ্টির মৌসুম শুরুর আগে গঙ্গাদেবীর পূজা করার প্রচলন শুরু হয়।
হিন্দু ধর্মাবলম্বীরা অন্যান্য দেবতার মতো গঙ্গাদেবীর প্রতিমাও তৈরি করা হয় বাঁশ দিয়ে। এরই ধারাবাহিকতায় হয়ে গেল গঙ্গা পূজা। এতে লোক সমাগমও ছিলো লক্ষণীয়।
error: Content is protected !!