হোম » সারাদেশ » বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত

বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ ‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উদ্বোধন করেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, নবাগত অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, কাউলজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউল গণি হাবিব।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ,  প্রাপ্ত বয়ষ্ক নাগরিকদের ভোটার হতে উদ্বোদ্ধ করনসহ দিবসটি উপলক্ষে ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।

error: Content is protected !!