হোম » সারাদেশ » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে  মাসব্যাপি  বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ ও  ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে “মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্ব গাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ”  শীর্ষক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন।

মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর এ প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, নবাগত অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, কাউলজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউল গণি হাবিব।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে আবৃত্তি, বাসাইল শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশ গ্রহণে স্বাধীনতার গান পরিবেশন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আহমেদের সঞ্চালনায় এ সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, , বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অগ্নিঝড়া মার্চ মাস জুড়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকল অনুষ্ঠানমালা শতস্ফুর্ত অংশ গ্রহণে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে বিভিন্ন গুরুত্ব পুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

error: Content is protected !!