হোম » সারাদেশ » জামালপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন

জামালপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন

রবিউল হাসান লায়ন:  জামালপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নবনির্মিত এ ভবনটির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহিনুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর এমদাদুল হক জীবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় অবস্থিত ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ ও আকন্দ বিল্ডার্স।

Loading

error: Content is protected !!