হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ২৪৯ পিস ইয়াবাসহ আটক ১

সিরাজগঞ্জে ২৪৯ পিস ইয়াবাসহ আটক ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ২৪৯ পিস ইয়াবাসহ মো. মোতালেব হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। সোমবার (১০ জানুয়ারী) বেলা সাড়ে ১২ দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব১২’র স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা ।
আটককৃত মো. মোতালেব হোসেন শাহজাদপুর মশিপাড়া গুচ্ছগ্রামের মৃত আফসার আলীর ছেলে। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের রবিবার রাতে ভিত্তিতে র‌্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল শাহজাদপুর উপজেলার মশিপুর গুচ্ছগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোতালেবকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪৯ পিস ইয়াবা, ১টি মোবাইল এবং নগদ ১,৫৩০ উদ্ধার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Loading

error: Content is protected !!