হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু বিতরণ

বগুড়ার ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ার ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে  বুধবার (০৫ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু বিতরণ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল,শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি স্বপন চন্দ্র কর্ণিদাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম রনি,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

Loading

error: Content is protected !!