হোম » সারাদেশ » জৈন্তাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

জৈন্তাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের আদর্শ গ্রাম নামক স্থানে ট্রাকচাপায় আরিফ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে। আরিফ গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের মনাফ মিয়ার ছেলে।

স্থানীরা জানান, সিলেট-তামাবিল মহাসড়কের আদর্শ গ্রাম নামক স্থানে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের চাকা বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান আরিফ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading

error: Content is protected !!