হোম » সারাদেশ » সোনাখাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিটের অভিযোগ

সোনাখাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিটের অভিযোগ

হুমায়ুন কবির সুমন,  সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে সরকার দলীয় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিট, পোষ্টার লাগাতে বাধাঁ, ছিড়ে ফেলা, পোড়াঁনো ও সিসি ক্যামেরা ভাংচুর করার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থী ছয়কর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার নিমগাছী বাজার এলাকায়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন ছানা। জানা গেছে, আসন্ন আগামী ১১ নভেম্বর তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে “ঘোড়া” প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ছানা।
বুধবার সকালে মো. আমজাদ হোসেন ছানার পক্ষের (ঘোড়া প্রতীক) সমর্থকেরা নিমগাছী বাজারে পোষ্টার লাগাতে গেলে সরকার দলীয় প্রার্থী আবু হেনা মো. মোস্তফা কামাল রিপনের (নৌকা প্রতীক) সমর্থকরা পোষ্টার লাগাতে বাঁধা প্রদান, পোষ্টার ছিড়ে ফেলা ও পুড়িয়ে ফেলে।  এ সময় তাদের বাঁধা দিলে তারা মো. আমজাদ হোসেন ছানার পক্ষের লোকজনকে বেধরক মারপিট করে নূরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, ফয়সাল সরকার ও জাহিদকে আহত করেন।
এ সময় নৌকা প্রতীকের লোকজন ওই ঘটনার ফুটেজ সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে সন্দেহে মো.হাসান ইকবালের দোকান ভাংচুর চালিয়ে কম্পিউটার ও হার্ডডিক্স ছিনিয়ে নিয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন ছানা বলেন, আমি গণতন্ত্র বিশ্বাস করি। তাই গণতান্ত্রিক পন্থায় স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রতিদ্বন্ধিতা করছি।  নৌকা প্রতীকের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার লোকজনের উপর অন্যায় ভাবে হামলা চালিয়ে তাদের আহত করেছেন।
এ ব্যাপারে সরকার দলীয় প্রার্থী আবু হেনা মো. মোস্তফা কামাল রিপনের বলেন, এখানে মারপিট না ধোলায় হয়েছে। আরো হবে। নৌকা আমার হাতে ওরা আমার কিছুই করতে পারবেনা। স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাদের লোকজনের উপর আগে হামলা চালিয়ে গোলমাল সৃষ্টি করেছেন।  এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুর ইসলাম বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Loading

error: Content is protected !!