হোম » সারাদেশ » বগুড়া র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বগুড়া র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: নওগাঁ সদরে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ হাছেন আলী (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার তিলকপুর মুসলিম হাই স্কুলের সামনে থেকে পিকআপ ভ্যানসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই জেলার বদলগাছী থানার ভবানিপুর গ্রামের আরজ উদ্দিন সোনারের ছেলে।

র‍্যাব-১২ বগুড়া বুধবার সকালে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুমিল্লা থেকে পিকআপ ভ্যানে মাদকের বড় চালান নওগাঁ আসবে। এরপর তাদের একটি দল তিলকপুর মুসলিম হাইস্কুলের সামনে চেকপোস্ট চালিয়ে যানবাহন তল্লাশি করতে থাকে। একপর্যায় রাত ১টায় (ঢাকা মেট্রো ন-১৩-১৬৪২) পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশির সময় তার পেছনের কার্ভাড থেকে ৫০টি প্যাকেটা থাকা ১০০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়৷

র‍্যাব আরও জানায়,গ্রেফতার হাছেন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবারহ করতেন। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

Loading

error: Content is protected !!