হোম » সারাদেশ » বগুড়ার মোকামতলায় মোটর সাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার মোকামতলায় মোটর সাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা  মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দার রাখা ৫ কেজি গাঁজা বহন কালে    আজিবর রহমান(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ অক্টোবর মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার  শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ  আজিরর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার ফরজ অলীর ছেলে।
মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট তরিকুল ইসলাম জানান, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামের নির্দেশনায় প্রতিদিনের ন্যায় মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করছিলাম। এমন সময় দুজন বসা একটি ডিসকোভার মোটরসাইকেলকে থামতে বললে পিছনে বসা ব্যক্তি পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে  মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় সিট কভারের নিচে বেঁধে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেলটি আটক করে।  তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Loading

error: Content is protected !!