হোম » সারাদেশ » রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নাড়ুয়া গ্রামের সড়কটির বেহাল অবস্থা

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নাড়ুয়া গ্রামের সড়কটির বেহাল অবস্থা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহন, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে নাড়ুয়া গ্রামের সড়কটি  এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তার বেশকিছু জায়গায় গর্তের সৃস্টি হয়েছে। একদিন বৃষ্টি হলেই ৭ দিন পর্যন্ত সেখানে পানি ও কাঁদায় পূর্ণ হয়ে থাকে। তাছাড়া এটেল মাটি হওয়ার কারনে কোনো যানবাহন চলাচল করতে পারে না, এমনকি পায়ে হেটেও চলাচল করা যায় না।

ফলে এ পথের হাজারো জনগণের চলাফেরায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আর এই অবস্থা চলে আসছে বছরের পর বছর। এ রাস্তা দিয়ে উপজেলার অন্তত ৭/৮  টি গ্রাম, হাট-বাজারসহ বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন যাতায়াত করে থাকেন। কিন্তু এই রাস্তায় কাঁদা পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারন মানুষের পায়ে চলা যেমন কষ্টকর পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ অবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে নাড়ুয়া গ্রামের সড়কটি পাকা করার জন্য সংস্লিস্ট কর্তৃপখ্যের নিকট জোরদাবি জানিয়েছেন এ পথের হাজারো জনসাধারণ।

error: Content is protected !!