হোম » সারাদেশ » রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে  শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুস্ঠিত 

রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে  শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুস্ঠিত 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলখ্যে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুস্ঠান অনুস্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় (শেখ রাসেল দ্বীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস) এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুস্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন নিস্কৃতি রানী দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দূর্জয় বাংলাদেশ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিখ্যা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্হিতে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন, সভাপতি সহ অন্যান্য অথিতিবৃন্দ। এর আগে অনুস্ঠানের সভাপতি ও অন্যান্য অথিতিবৃন্দ শেখ রাসেলের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুষ্প তবক অর্পন করেন। সবশেষে নিহত শেখ রাসেল সহ বিভিন্ন সময় নিহত শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুস্ঠিত হয়।

Loading

error: Content is protected !!