হোম » সারাদেশ » সারাদেশে চলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লালমনিরহাট পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সারাদেশে চলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লালমনিরহাট পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ রানা রাশেদঃ রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে অগ্নি সংযোগ লুটপাট ও সারাদেশে চলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বাটা মোড়, বিডিআর গেট প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় লালমনিরহাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আহমেদ মোহন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু , জেলা ছাত্রলীগের সাবেক নেতা পল্লব রায় দিপু, জয়দেব সরকার দেবু, মাসুদ রহমান, রাকিবুজ্জামান, মনিরুল ইসলাম জীবন, রাজিব হোসেন, হৃদয় হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে লালমনিরহাট পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!