হোম » সারাদেশ » সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাসাইলে সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাসাইলে সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ দেশব্যাপী উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাসাইলে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের নবর্নিমিত কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম মাস্টারের সভাপতিত্বে এবং আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শফিউল আরেফিন সুজন খানশুরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাসির খান প্রমূখ। পরে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের নবর্নিমিত কার্যালয়ে এসে শেষ হয়।

Loading

error: Content is protected !!