হোম » সারাদেশ » বাসাইলে দুর্গোৎসব উপলক্ষে দিলীপ সাহার বস্ত্র বিতরণ

বাসাইলে দুর্গোৎসব উপলক্ষে দিলীপ সাহার বস্ত্র বিতরণ

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী   হত-দরিদ্র পরিবারের মাঝে শাড়ী,লুঙ্গি বিতরণ করেন আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার সাহা।শুক্রবার(০৮ অক্টোবর) সকাল ১১ টায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার তিন হাজার সনাতন ধর্মাবলম্বী হত-দরিদ্র পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া,বাসাইল উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল সহ প্রমুখ।

Loading

error: Content is protected !!