হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জের ১০টি ইউনিয়নে নৌকা  প্রতিক পেলেন যারা !!

বগুড়ার শিবগঞ্জের ১০টি ইউনিয়নে নৌকা  প্রতিক পেলেন যারা !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শিবগঞ্জের ১১টি ইউনিয়নে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে দলীয় টিকেট পেলেন যারা।
তারা হলেন: কিচক ইউপিতে এবিএম নাজমুল কাদির শাহাজাহান চৌধুরী, বিহার ইউপিতে মোঃ মহিদুল ইসলাম, ময়দানহাটা ইউপিতে, এস এম রুপম, আটমুল ইউপিতে মিজানুর রহমান মিজান, পিরব ইউপিতে আব্দুল করিম, বুড়িগন্জ ইউপিতে মোঃ রেজাউল করিম চঞ্চল, মাঝিহট্ট ইউপিতে আব্দুল গফুর মন্ডল, শিবগঞ্জ সদর ইউপিতে শহীদুল ইসলাম শহীদ, দেউলীতে মোঃ জাহেদুল ইসলাম, সৈয়দপুর ইউপিতে মাহতাব উদ্দিন ও রায়নগর ইউপিতে মোঃ শাহজাহান কাজী নৌকার মাঝি হলেন।
ওপরে ছবিতে বাম দিক থেকে এবিএম নাজমুল কাদির শাহাজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, এসএম রুপম, রেজাউল করিম চঞ্চল, শাহজাহান কাজী, জাহেদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শহিদুল ইসলাম শহীদ, আঃ গফুর মন্ডল ও আঃ করিম। মোকামতলা ইউনিয়নের তফসিল ঘোষণা হয়নি।।

Loading

error: Content is protected !!