হোম » সারাদেশ » চাটখিলে কড়িহাটিতে ভেঙে পড়া কালভার্টে চলছে ভারী যানবাহন, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

চাটখিলে কড়িহাটিতে ভেঙে পড়া কালভার্টে চলছে ভারী যানবাহন, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): চাটখিল উপজেলার কড়িহাটি পশ্চিম বাজার সংলগ্ন (চাটখিল-কড়িহাটি বাজার) সড়কে একটি বক্স কালভার্টের বেশকিছু অংশ ভেঙে পড়েছে। ভেঙে যাওয়া অংশের কারণে দুর্ঘটনা এড়াতে সতর্কতা চিহ্ন হিসেবে ‘লালপতাকা’ টানিয়ে দিয়েছে স্থানীয়রা। এ অবস্থায় ওই পাকা সড়কে চলাচলকারী যানবাহন এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিন থেকে এ অবস্থা চলছে, অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন উপজেলার কড়িহাটিবাজারে আশেপাশের কয়েক গ্রামের মানুষ।
জানা গেছে, রোড পারমিট না থাকা সত্ত্বেও গ্রামীণ এই পাকা সড়ক দিয়ে অতিরিক্ত মালপত্র নিয়ে অবৈধভাবে ট্রাক, ট্রাক্টর, চলাচল করে। এতে ওই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে উপজেলার কাড়িহাটি বাজারের পশ্চিম পাশের বক্স কালভার্টটির একটি অংশ ভেঙে পড়ে।
সড়ক পথে চাটখিল থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার সঙ্গে অতিদ্রুত সংযোগ স্থাপন করা এই সড়ক দিয়ে আশপাশের অত্যন্ত কয়েক মানুষ যাতায়াত করে। কিন্তু বক্স কালভার্টটির এক পাশের অংশ ভেঙে পড়ার কারণে  যানবাহন নিয়ে চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। যেকোনো সময় কালভার্টের অপর অংশও ভেঙে পড়তে পারে বলে ধারণা।
এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। বিশেষ করে এ বাজারে আসা ক্রেতা বিক্রেতারা ছাত্র ছাত্রীসহ বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় যেতে এ সড়কের কোনো বিকল্প নেই। স্থানীয়রা জানান,এ কালভার্টের কারনে আমাদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে আমরা অতিদ্রুত এর সমাধান চাই, মাননীয় সংসদের হস্তক্ষেপ কামনা করি।কারণ আমাদের এ সড়কটি খুবই দরকার এ বাজারে স্কুলে আছে ছোট ছোট বাচ্চা দের জন্য ঝুঁকি এবং পরিবহন চলায় অনেক বিঘ্ন ঘঠছে।
error: Content is protected !!