হোম » সারাদেশ » আলফাডাঙ্গার গোপালপুরে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আলফাডাঙ্গার গোপালপুরে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং জাতিসংঘ কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার ক্রাউন জুয়েল ‘মুকুট মনি’ উপাধিতে ভূষিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার গোপালপুর বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দীন, খান আমিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন আহমেদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. মোনায়েম খান বলেন, বাঙালি জাতির আশার বাতিঘর বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন মানেই আমাদের কাছে উৎসব। রক্তস্নাত বাংলায় স্বজন হারানোর শোক বুকে চেপে আন্দোলন-সংগ্রামে গনতন্ত্রের পথযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতা। তিনিই বাঙালি জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই তার লক্ষ্য। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে নিয়োজিত আছে। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
error: Content is protected !!