হোম » সারাদেশ » অর্থ সংকটে রায়গঞ্জের মা বিদ্যানিকেতন এন্ড প্রিক্যাডেড একাডেমী

অর্থ সংকটে রায়গঞ্জের মা বিদ্যানিকেতন এন্ড প্রিক্যাডেড একাডেমী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের মা বিদ্যানিকেতন এন্ড প্রিক্যাডেড একাডেমী প্রতিস্ঠানটি করোনা পরবর্তী সময়ে কঠিন সময় পার করছে। না পারছে বন্ধ করতে না পারছে চালু রাখতে। করোনা পরিস্হিতির আগে  উপজেলার মা-বিদ্যানিকেতন এন্ড প্রি- ক্যাডেড একাডেমী প্রতিস্ঠনটিতে  প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী লেখা পড়া করতো। এই প্রতিস্ঠানে শিখ্যক- কর্মচারি মিলে প্রায় ১৭ জন কর্মরত ছিল। কিন্তু করোনার থাবায়, মা- বিদ্যানিকেতন প্রি-ক্যাডেড একাডেমীর মতো উপজেলার অধিকাংশ প্রি- ক্যাডেড একাডেমী কঠিন চ্যালেন্জের সম্মুখীন রয়েছে। অধিকাংশ শিখ্যকদের বেতন রয়েছে বন্ধ।
প্রতিস্ঠানের প্রধানরা ইতিমধ্যেই তাদের  প্রতিস্ঠানগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই ধারদেনা করে হলেও প্রতিস্ঠান ধরে রাখার চেস্টা করছেন। উপজেলার হাটপাঙ্গাসীর মা-বিদ্যানিকেতন এন্ড প্রি- ক্যাডেড একাডেমীর প্রধান শিখ্যক মোঃ রুহুল আমিন ( আব্দুল হালিম)  বলেন, আমি আমার প্রতিস্ঠানটি বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেস্টা করে যাচ্ছি, এই মুহরতে সরকারের সুনজর কামনা করছি। এদিকে অত্র প্রি- ক্যাডেড একাডেমীর সহকারি শিখ্যক মাওলানা মোঃ মোখলেছুর রহমান ও এস এম জাহিদ বলেন, করোনার আগে ৩০০ জনের ওপর শিখ্যার্থী ছিল। প্রতিস্ঠান খোলার পর অনেকাংশে ছাত্র-ছাত্রী কমে গেছে। অনেক কস্টে আমরা প্রতিস্ঠানটি বাঁচিয়ে রাখার চেস্টা করছি।

Loading

error: Content is protected !!