হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে কলার ছরিতে কীট নাষক ঔষুধ স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন 

বগুড়ার শিবগঞ্জে কলার ছরিতে কীট নাষক ঔষুধ স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের ৪৫ শতক জমিতে লাগানো ৫ শতাধিক কলা গাছের ছরিতে ঘাস মারানো ঔষুধ  স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মেদিনিপাড়া তেঘরীয়া গ্রামের মৃত:  দিরাজ উদ্দিন এর ছেলে কৃষক আজিজুল রহমান পার্শ্ববর্তী বত্রিশ মৌজায় অবস্থিত ৪৫ শতক জমিতে কলা বাগান করে চাষাবাদ করে করছেন।
রাতের আঁধারে ঘাস মারা ঔষুধ  স্প্রে করার কারণে ৫ শতধিক কলা গাছের ছরি কালছে হয়ে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কৃষক বর্তমান দিশেহারা হয়ে পরেছেন। এব্যাপারে কৃষক আজিজুল রহমান বলেন, একই গ্রামের আহম্মদ আলী তার ছেলে জোবায়ের হোসেন অপর ছেলে জাকারিয়াদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে  বিরোধ চলে আসছে। তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন শুধু তাই নয় প্রতিপক্ষরা ইতিপূর্বে বাগানের কলা নষ্ট করবে বলে হুমকি দিয়েছে। এব্যাপারে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
error: Content is protected !!