হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কোভিড-১৯ এর বিস্তার রোধে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং নো মাস্ক নো সার্ভিস; মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত অর্জনসমূহ এর বহুল প্রচারের নিমিত্তে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

Loading

error: Content is protected !!