হোম » সারাদেশ » বদলগাছীতে মৎস্যজীবি, মৎস্যচাষী এবং হ্যাচারী মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বদলগাছীতে মৎস্যজীবি, মৎস্যচাষী এবং হ্যাচারী মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি, মৎস্যচাষী এবং হ্যাচারী মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট সোমবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস  সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক, ক্ষেত্র সহকারী আব্দুল বারী, মৎস্যচাষী
মোঃ বেলালুর রহমান, মোঃ দোলন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম আধুনিক পদ্ধতিতে অল্প সময়ে বেশি মৎস্য উৎপাদন বিষয়ে ব্যাপক আলোকপাত করেন। তিনি আরো জানান, বদলগাছী উপজেলাতে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ৪৪২.৮২ মে. টন মৎস্য উৎপাদন হয়। আগামীতে এই উদ্বৃত্তের পরিমান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!