হোম » সারাদেশ » রায়গঞ্জে একটি কাচাঁ সড়ক নিয়ে দুর্ভোগে  এলাকাবাসী

রায়গঞ্জে একটি কাচাঁ সড়ক নিয়ে দুর্ভোগে  এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে রামেস্বার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বেংনাই তেঘুড়ি উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি পাকা না হওয়ায় বছরের পর বছর প্রতিনিয়ত দূর্ভোগ নিয়ে চলাচল করছে অত্র সড়কের দু’পাশের বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রী তথা এলাকাবাসী।এদিকে গত শুক্রবার বিকেলে উপজেলার রামেশ্বার  গাতী, নাড়ুয়া, বেংনাই তেঘুড়ি উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় এবং অত্র এলাকার ভূক্তভোগী জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, একযুগেও রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসীর চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী তথা বয়স্ক নারী ও পুরুষ সহ শিশুদের রাস্তাটি দিয়ে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে।এ রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ চলাচল করে। বালু ও ইট ভর্তি ট্রাক,লড়ি সহ ভারী যানবাহন চলাচল করার কারনে দিনের পর দিন বেহাল দশায় পরিনত হয়েছে সড়কটি।এদিকে রামেশ্বার গাতী গ্রামের ডাঃ মোঃ আব্দুল খালেক বলেন,আমরা এলাকাবাসী বছরের পর বছর থেকে অনেক কষ্ট করেই রাস্তা দিয়ে চলাচল করছি। বাড়ীতে কেউ অসুস্থ্য হলে হাসপাতালে নিয়ে যেতে রোগী আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ে।
এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী  আমির হামজা নামের এক ব্যাক্তি বলেন,আমার মতো অনেকেই সারা বছর কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে।বর্ষাকাল আসলে অনেক সময় কাদা পানিতে পড়ে জামা-কাপড় ও মালামাল নষ্ট হয়ে যায়।বিকল্প কোনো  উপায় না থাকায় এ পথেই চলাচল করতে হয় আমাদের।বিধায় এলাকার কস্টের কথা চিন্তা করে,চেয়াম্যান পদপ্রার্থী সালাউদ্দিন হাসিনূর তার নিজ অর্থায়নে ইটের খোয়া ফেলে কিছুদিন আগে রাস্তাটি সংস্কার করার ফলে কিছুটা দূর্ভোগ লাগব হলেও,পাকা না হওয়ায় বৃস্টির কারনে আবার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার বলেন,আমি মাননীয় এমপি মহোদয়কে রাস্তাটির সম্পর্কে বলেছি।যত দ্রত সম্ভব মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় রাস্তাটি পাকা করা হবে।
error: Content is protected !!