হোম » সারাদেশ » ঘূর্ণিঝড় রেমালে বোরহানউদ্দিনে গাছের ডাল ভেঙ্গে নিহত- ১

ঘূর্ণিঝড় রেমালে বোরহানউদ্দিনে গাছের ডাল ভেঙ্গে নিহত- ১

ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছের ডাল ভেঙ্গে পড়ে বুকের পাজরে ঢুকে জাহাঙ্গীর পঞ্চায়েত (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ৷

সোমবার (২৭ মে) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে ৷ সে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত অলিউল্লাহ পঞায়েতের ছেলে ৷

প্রতক্ষদর্শী ও নিহতে ভাতিজা মোঃ হাসান জানান, ওদিন সকালে ঘূর্ণিঝড় রিমালের কারনে প্রচুর বাতাস ও বৃষ্টি হচ্ছিল এসময় তিনি চাম্বুল গাছের নিচ দিয়ে বাসায় যাওয়ার পথে ডাল ভেঙ্গে পড়ে তার ডান পাজড়ের মধ্য ঢুকে যায় ৷

উদ্ধার করে পরিবারের সদস্যরা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷

সাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷

বোরহানউদ্দিন থানা ওসি মোঃ শাহীন ফকির জানান, প্রাকৃতিক দূর্যোগের কারনে গাছের ডাল ভেঙ্গে পড়ে এঘটনা ঘটে ৷ তাই পরিবারে কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনরা নিয়ে যায় ৷

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমালের কারনের বোরহানউদ্দিনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷ তবে টবগী, হাসান নগর, পক্ষিয়া ও সাচড়া সব কয়েকটি ইউনিয়নে জলচ্ছাস দেখা দিয়েছে ৷

এর ফলে কিছু কিছু মাছের ঘেড় ও পুকুর তলিয়ে গেছে ৷ গাছপালা ও মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে ৷

-জেএম. মমিন-

Loading

error: Content is protected !!