হোম » সারাদেশ » ২০ হাজার ডিমসহ পিক-আপ ভ্যান ছিনতাই

২০ হাজার ডিমসহ পিক-আপ ভ্যান ছিনতাই

মোঃ কবির হোসেন, নারায়ণগন্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১২.৩০মিনিটে ডিম বোঝাই একটি পিক-আপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ডিম ব্যাবসায়ি মোঃ জাহাঙ্গীর আলম জানান গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার মালিকাধীন টাটা এইচ পিক-আপ ভ্যান যার রেজিস্টসন নাম্বার ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩ কিশোরগঞ্জ থেকে ১২হাজার লাল ডিম ৬হাজার হাঁসের ডিম এবং ২হাজার কোয়েল পাখির ডিম নিয়ে রওনা করে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরাপরদি-তালতলা বাজারের মাঝামাঝি আসলে পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার পিক-আপ ভ্যান গাড়ির গতিরোধ করে ড্রাইভার হুমায়ুন  ও হেলপার সিরাজকে কারেন্টের তার খাম্বার সাথে বেধে  মারধর করে ডিম বোঝাই ভ্যানটি নিয়ে চলে যায়।

ডিম ও গাড়ির মালিক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পিক-আপ ভ্যানটিতে করে প্রায় দুই লক্ষ আট হাজার টাকা মূল্যের ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা হন।

সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির ওসি মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এর ছোট ভাই মোঃ কবির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

Loading

error: Content is protected !!