হোম » সারাদেশ » বেলকুচিতে ভোট কেনার সময় ইউপি চেয়ারম্যান আটক

বেলকুচিতে ভোট কেনার সময় ইউপি চেয়ারম্যান আটক

আওয়াজ অনলাইন : সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে দোয়াত কলম প্রতিকের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার সময় নগদ ৯৪ হাজার টাকাসহ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। 

বুধবার বেলা ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ বিষয়টি নিয়ে জানান, উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে টাকাসহ হাতেনাতে আটক করে।

তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Loading

error: Content is protected !!