হোম » সারাদেশ » গাইবান্ধায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

গাইবান্ধায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

শাহজাহান সিরাজ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষকদের তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মো. আব্দুর রশিদ সরকার প্রমুখ।
error: Content is protected !!